১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন।
বগুড়ার রিটার্নিং অফিসার গণমাধ্যমকে জানিয়েছেন,
নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থনের প্রমাণ হিসেবে জমা দিতে ব্যর্থ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম।
বাতিল হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।
হিরো আলম বলেন, আমার ক্ষমতা নেই তাই আমারটা বাতিল করা হয়েছে।
এতে আমার প্রতি অবিচার করা হয়েছে। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮৬ জন।
সে অনুযায়ী ৩ হাজার ১২১ জনের স্বাক্ষরই যথেষ্ট। কিন্তু ৩ হাজার ৫শ জনের স্বাক্ষর দিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আমার মনোনয়ন বাতিল হয় তাহলে আমি বসে থাকবো না।
আমার ইমেজ কাজে লাগিয়ে যেকোনো একটি পক্ষের হয়ে কাজ করবো।